• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা ভাইরাস রোধে সব বন্দরে স্ক্যানার বসানো হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

  অধিকার ডেস্ক

২৭ জানুয়ারি ২০২০, ০৩:১৬
জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী (ছবি : সংগৃহীত)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস রোধে প্রতিটি বন্দরে জনবল বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে নৌ, স্থল ও বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে। যে কোনো বন্দর দিয়ে যাত্রী আসলে স্ক্যানারের মাধ্যমে তাকে আমরা শনাক্ত করতে পারব।

রবিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস রোধে আমরা জনসচেতনার ব্যবস্থা করেছি। আন্তঃমন্ত্রণালয় সভাও ডেকেছি। বিমানবন্দরে যারা বিমানে করে আসবেন তাদের একটা ফরম দেওয়া হবে, যে ফরম তাদের পূরণ করতে হবে এবং একটি কার্ডও সঙ্গে নিয়ে যাবে। পরবর্তীকালে যদি সে অসুস্থ হয়ে পড়ে, যাতে তাকে আমরা শনাক্ত করতে পারি।’

আরও পড়ুন : থামেনি রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট বানানোর কার্যক্রম

মন্ত্রী বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের ইতোমধ্যে ট্রিটমেন্ট ব্যবস্থা করেছি, করেনটাইন এরিয়াও তৈরি করেছি। সারা দেশে এই নির্দেশনা দিয়েছি। মানসিক স্বাস্থ্যসেবা দেশের জন্য গুরুত্বপূর্ণ। মানসিকভাবে অসুস্থরা বিভিন্ন অপকর্ম করে থাকে।

ওডি/এফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড