• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনে ভ্রমণ সাময়িক স্থগিত করার কথা ভাবছে সরকার

  নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি ২০২০, ২০:৫০
স্বাস্থ্য
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি : পিআইডি)

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে বাংলাদেশ-চীন দুই দেশের মধ্যে ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বাংলাদেশ থেকে চীনে এবং চীন থেকে বাংলাদেশে ভ্রমণের বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রবিবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশের জরুরি সতর্কতা নেওয়া প্রসঙ্গে আয়োজিত এক জরুরি সভায় এ কথা বলেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর। আমাদের দেশের বহু মানুষ বাণিজ্যিক কারণে চীনে যাওয়া আসা করে। যদি কোনো ভাবে ভয়াবহ করোনা ভাইরাস বাংলাদেশে চলে আসে, তাহলে সেটা আমাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। আগামী মঙ্গলবার (২৮ জানুয়ারি) আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চীন থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে চীনে সব ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রতিটি বিমানবন্দর, নৌবন্দর, স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন : সংঘর্ষের পর ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির প্রাথমিক পর্যায়ে রোগটি ধরা নাও পড়তে পারে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী লেখাপড়া করছে চীনে। দেশে ফিরতে গিয়ে যদি তারা করোনা ভাইরাসের জীবাণু বহন করে নিয়ে আসে, তা উদ্বেগের কারণ হতে পারে।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি জরুরি সভা আয়োজনের কথা বলেন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড