• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুষ্ঠু নির্বাচন চায় না বিএনপি : আইনমন্ত্রী

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৪ জানুয়ারি ২০২০, ১৩:৫৬
ব্রাহ্মণবাড়িয়া
আইনমন্ত্রী আনিসুল হক (ছবি : দৈনিক অধিকার)

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ভোট কারচুপির রাজত্ব কায়েম করেছিলেন। আর সেটা থেকে বেরিয়ে আসতেই ইভিএম মেশিন আনা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেন, সরকারি দলকে সাহায্য করার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আসা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিবদের অভ্যাস এ ধরনের কথা বলা। কারণ তারা (বিএনপি) চান না যে দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন (অবাধ ও সুষ্ঠু নির্বাচন) হোক।

মন্ত্রী আরও বলেন, এখন বিশ্বের অনেক দেশেই ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে। এটা জনগণের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করার জন্যই ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন : প্রেমিকের সামনেই প্রেমিকার আত্মহত্যা

এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসেন, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

ওডি/জেএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড