• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল

  নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি ২০২০, ২০:০৯
দৈনিক সংগ্রাম
দৈনিক সংগ্রাম পত্রিকার লোগো (ছবি : সংগৃহীত)

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২২ জানুয়ারি) দৈনিক সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি বাতিল করে ডিএফপি আদেশ জারি করে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে একটি অসত্য সংবাদ প্রকাশ হয়। এ কারণে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর বুধবার (২২ জানুয়ারি) দৈনিক সংগ্রাম পত্রিকাটির সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে।

যুদ্ধাপরাধী ও ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : আইসিজের রায় বাংলাদেশের বিজয়

১২ ডিসেম্বর সংবাদ প্রকাশের পর পত্রিকাটির ‘ডিক্লারেশন’ কেন বাতিল করা হবে না- সে বিষয়ে কারণ দর্শানোর জন্য দৈনিক সংগ্রামকে নোটিশ দেওয়া হয়।

ডিএফপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করায় দৈনিক সংগ্রাম পত্রিকাটি কোনো সরকারি বিজ্ঞাপন পাবে না এবং অন্যান্য সরকারি সুযোগ থেকেও বঞ্চিত হবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড