• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্ভাগ্য আমাদের, অল্প ব্যবধানে চার সাংসদ হারিয়েছি : প্রধানমন্ত্রী   

  অধিকার ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ২০:৪৮
শেখ হাসিনা
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি : পিআইডি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য প্রয়াত সাংসদ ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, সত্যিই আমাদের দুর্ভাগ্য, মাত্র কয়েকদিনের ব্যবধানে আমাদের বর্তমান সংসদের চারজন সংসদ সদস্য মারা গেলেন। মানুষ জন্ম নিলে মৃত্যু অবধারিত। কিন্তু কিছু কিছু মৃত্যু সত্যিই অত্যন্ত কষ্টের, বেদনার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে একাদশ সংসদের ৬ষ্ঠ অধিবেশনে সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আনিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইসমাত আরা সাদেক অত্যন্ত সততা, নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। তার সবচেয়ে বড় গুণ ওনার সততা, একাগ্রতা, নিষ্ঠা, দেশপ্রেম। এটা ছিল অসামান্য।

ইসমাত আরা সাদেকের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, মিসেস সাদেক, আসলে তিনি গৃহিণী ছিলেন। বিভিন্ন সংস্থার সাথে জড়িত ছিলেন। কিন্তু কখনো রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন না। তার স্বামী এ এস এইচ কে সাদেক ১৯৯২ সালে আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৯১ সালে যখন আমরা সরকার গঠন করতে পারলাম না তিনি (এ এস এইচ কে সাদেক) আমার সঙ্গে দেখা করলেন, বললেন আমি আসছি এবং সংগঠনের জন্য কাজ করতে চাই। সেই থেকে প্রায়ই তারা দুইজন এক সাথেই আসতেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে যখন সরকার গঠন করি মিসেস সাদেকের স্বামী এ এস এইচ সাদেককে মন্ত্রী করি। তখন তিনি অনেক কাজ করে দিয়ে গেছেন। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট করার জন্য কমিটি করে দিয়েছিলাম তারই নেতৃত্বে। সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐহিত্য ঘোষণা দিয়েছে সব ব্যাপারে তার স্বামীর যথেষ্ট অবদান রয়েছে।

ওনার মৃত্যুর পর মিসেস সাদেককে যখন নির্বাচনে অংশ গ্রহণের অনুরোধ করলাম। উনি প্রথমে একটু ঘাবড়ে ছিলেন, যে এটা পারব কি না। আমি বলেছিলাম হ্যাঁ আপনি পারবেন। উনি নির্বাচন করে জিতে আসার পর প্রথমে প্রাথমিক গণ শিক্ষার দায়িত্ব দিলাম। উনি (ইসমাত আরা সাদেক) বললেন আমি তো কখনো এভাবে অফিস চালাইনি, কখনো কিছু করি নাই, আমি তো গৃহিণী ছিলাম। আমি কীভাবে করব? আমি বলেছিলাম যেহেতু আপনি শিক্ষিত মহিলা, আপনি পারবেন। আর চিন্তা করবেন না আমি তো আছি। আপনার কোনো চিন্তা নাই যখন যা দরকার হবে, আপনি বলবেন। উনি প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সততার সাথে করতেন।

সংসদ নেতা বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর ওনাকে আমি জনপ্রশাসনের দায়িত্ব দিলাম। তখনও উনি বললেন আমি পারব কি না? সব সময় দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। প্রতিমন্ত্রী থাকার সময় কেবিনেট শেষে ওনার সাথে বসতাম। বিভিন্ন বিষয় আলোচনা করতাম। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। ইসমাত আরা সাদেকের সবচেয়ে বড় গুণ ওনার সততা একাগ্রতা, নিষ্ঠা এবং দেশপ্রেম এটা ছিল অসামান্য।

প্রধানমন্ত্রী বলেন, মৃত্যুর এক সপ্তাহ আগেও ওনার সাথে অনেক কথা বললাম। আমি বললাম অপারেশন করার আগে আরেকজনের মত নেন। আর চিন্তা করবেন না, আমি তো আপনার চেয়ে বড়। তখন বললেন হ্যাঁ জানি কিন্তু মৃত্যু তো আর বড় ছোট হয়ে আসে না। আজ সকালে একনেক বৈঠকে সময় খবর পেলাম উনি আর নেই। আসলে মৃত্যু তো এভাবেই আসে। এই সংসদে এবার আমাদের কীরকম দুর্ভাগ্য পর পর ৪ জন মৃত্যু বরণ করলেন। হঠাৎ করে এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমি ভাবতেও পারিনি। এটা সত্যি কষ্টকর। অনেক সদস্যকে হারিয়েছি।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ আব্দুস শহিদ, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ওয়াশিকা আয়শা খান, রওশন আরা মান্নান প্রমুখ।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড