• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংসদে বানরের খাবার চাইলেন শাজাহান খান

  অধিকার ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ২১:০৫
শাজাহান খান
সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান (ছবি : সংগৃহীত)

প্রায় ২০০০ বানরের জন্য খাবারের ব্যবস্থা করতে বিশেষ অর্থ বরাদ্দ ও প্রকল্প চেয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীনের মনোযোগ আকর্ষণ করে এ দাবি জানান তিনি।

শাজাহান খান বলেন, ভারতের তুলারাম বসুরাজ শখের বসে মাদারীপুরের চরমুগুরিয়া বন্দরে দুটি বানর এনেছিলেন, এটা জনশ্রুতি রয়েছে। ওই দুটি থেকে বানরের সংখ্যা এখন প্রায় দুই হাজার। স্বাধীনতার পর তুলারাম গোডাউন আদমজী পাটকলের গুদাম হিসেবে ব্যবহার হতো। সেখানকার এক কর্মকর্তা বানরগুলোকে খাবার দিতেন। বিএনপি ১৯৯১ সালে গোডাউন বিক্রি করে দেয়। বানরের খাবার দেওয়াও বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ১৯৯৮ সালে এ বানরগুলোর খাবার সরবরাহ করেছিল। বর্তমানে খাবার সরবরাহ বন্ধ রয়েছে। তাই বানর রাস্তায় নেমেছে, মানুষের খাবার ছিনিয়ে নিচ্ছে, বিভিন্ন দোকান ও বাড়িঘরে হানা দিচ্ছে। এলাকার মানুষ বানরের অত্যাচারে চরম অতিষ্ঠ। তাই এসব বানর রক্ষায় খাদ্যের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

সোমবার সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় অংশ নেন সাবেক এ মন্ত্রী।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড