• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যবস্থা না নিলে সংকট নিরসন হবে না : ইসি মাহবুব

  নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২০, ১৯:৫৪
মাহবুব তালুকদার
মাহবুব তালুকদার (ছবি : সংগৃহীত)

ঢাকার দুই সিটি নির্বাচনে একের পর এক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রিটার্নিং কর্মকর্তারা ও নির্বাহী হাকিমরা মাঠে আছেন বললেও তাদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এমনটাই অভিযোগ করেছেন খোদ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার (২০ জানুয়ারি) এক আনঅফিশিয়াল (ইউও) নোটে তিনি এ কথা জানিয়েছেন।

ওই নোটে তিনি বলেন, এই পরিস্থিতিতে ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থার সংকট নিরসন সম্ভব হবে না।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শুরুর আগে থেকেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে।

বিএনপি প্রার্থীরা শুরু থেকেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে যাচ্ছেন। উত্তরে সিপিবির মেয়র প্রার্থী আহম্মেদ সাজেদুল হক রুবেল বলেছেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশনের নির্বিকার ভূমিকা দেখে মনে হচ্ছে, তাদের ক্ষমতা কোথাও বাঁধা।

অভিযোগের মুখে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম নির্বাহী হাকিমদের সক্রিয় থাকার কথা জানালেও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন হাকিমদের কাছে পুরোপুরি সন্তুষ্ট না হওয়ার কথা জানিয়েছিলেন।

আরও পড়ুন : ঢাকার ভোটে ইসির যত খরচ

মাহবুব তালুকদার তার ইউও নোট প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, শাহাদত হোসেন চৌধুরীর পাশাপাশি দুই রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

তাতে তিনি সংসদ সদস্যদের নির্বাচনি কাজে অংশগ্রহণ বন্ধ করতে না পারার ব্যর্থতার বিষয়টি তুলে ধরেন। যেজন্য তিনি আগে একটি ইউও নোটও দিয়েছিলেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড