• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমবার হাসপাতাল ছাড়বেন পাটমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২০, ১৫:১৮
পাটমন্ত্রী
পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (ফাইল ফটো)

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সুস্থ আছেন। তিনি আগামী সোমবার (২০ জানুয়ারি) সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল ছাড়তে পারবেন বলে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

রবিবার (১৯ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটমন্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা ও খেতে পারছেন। চিকিৎসকরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তিনি আগামী সোমবার (২০ জানুয়ারি) হাসপাতাল ছাড়তে পারবেন।

এছাড়া পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীর দ্রুত সুস্থতা ও দেশে ফেরার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন : কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

এর আগে, গত ১২ জানুয়ারি থেকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথম কয়েকদিন ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে আজগর আলী হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড