• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হত্যা মামলার সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক নেই : তথ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২০, ১৫:০৫
তথ্যমন্ত্রী
সচিবালয়ে নিজ দপ্তরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি : সংগৃহীত)

নাইমুল আবরার হত্যা মামলার ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জন্য মামলা হয়নি উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ফৌজদারি অপরাধের কারণে মামলা হয়েছে বলে গণমাধ্যমের কোনো সম্পর্ক নেই।

রবিবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ফৌজদারি অপরাধের কারণে মামলা হয়েছে বলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। স্বাধীন আদালত কোথায়, কীভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন সেটা আদালতের এখতিয়ারের বিষয়। এটির সঙ্গে কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতার সম্পর্ক নেই।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নাইমুল আবরার হত্যার মতো এ ধরনের ঘটনাগুলোর বিচার যদি হয়। তাহলে এসব অপরাধ কমে যাবে।

প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষিতে বুদ্ধিজীবীদের দেওয়া বিবৃতির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই যে কেউ বিবৃতি দিতে পারে। আমি দেখেছি কাগজে ৪৭ বিশিষ্টজন এ ব্যাপারে বিবৃতি দিয়েছে। তবে বাংলাদেশে এ ৪৭ জন ছাড়াও হাজার হাজার বিশিষ্টজন ও বুদ্ধিজীবী আছেন। তারা তাদের বিবৃতি দিতেই পারে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড