• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিটি নির্বাচনে সময় বাড়ল প্রচারণার

  নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২০, ০৯:১৭
নির্বাচন
সিটি করপোরেশন নির্বাচন (ছবি : সংগৃহীত)

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানোতে নির্বাচনি প্রচারণার সময় বাড়ানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী ১ ফেব্রুয়ারি সকাল ৮টার ৩২ ঘণ্টা আগে অর্থাৎ ৩০ জানুয়ারি রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে। এতে নির্বাচনি প্রচারের জন্য ৪৮ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।

পুরোনো তারিখে ৩০ জানুয়ারি ভোটের তারিখ বলবৎ থাকলে প্রচার শেষ হতো ২৮ জানুয়ারি রাত ১২টায়। সে হিসাবে ভোটের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রচারে ৪৮ ঘণ্টা বেশি সময় পাচ্ছেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বিএনপির মেয়র প্রার্থীরা খুশি

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধিতে বলা আছে, প্রার্থীদের প্রচার বন্ধ করতে হয় ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে। যেহেতু ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে। ওই দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। এক্ষেত্রে ১ ফেব্রুয়ারি সকাল ৮টার ৩২ ঘণ্টা আগে অর্থাৎ ৩০ জানুয়ারি রাত ১২টায় প্রচার বন্ধ করতে হবে।

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত এক জরুরি সভায় ঢাকার দুই সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নতুন তারিখ অনুযায়ি ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড