• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তরুণরাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে : গণপূর্ত মন্ত্রী

  অধিকার ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, ০০:২২
মাদক ও সন্ত্রাস
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। (ছবি : সংগৃহীত)

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, তরুণ প্রজন্মই পারে সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে।

শনিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর জেলার স্বরূপকাঠি সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হতে পারেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মগ্ন থাকলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস ও মাদক স্পর্শ করতে পারে না।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। কন্যা সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে এসেছে’

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড