• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার অবরোধের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

  নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২০, ১৪:১৪
রানা দাশগুপ্ত
রানা দাশগুপ্ত (ছবি : সংগৃহীত)

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছাতে ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এছাড়া ২২ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচি ঘোষণাও করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

রানা দাসগুপ্ত বলেন, ৩০ তারিখে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না, প্রতিরোধ করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ইসিকে নিতে হবে।

আরও পড়ুন : ভাতিজাকে যুগ্ম মহাসচিব করলেন জিএম কাদের

সরস্বতী পূজার দিনে সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ দিকে নির্বাচনের তারিখ পরিবর্তন করা না হলে এ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বারবার পদক্ষেপ গ্রহণ করে কোনো সাড়া না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি গ্রহণ করেছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের।

গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন শুরু করেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড