• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্থানীয়দের সুবিধার্থেই রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া : সেনাপ্রধান

  উখিয়া প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২০, ২০:৩৪
কক্সবাজারে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ
কক্সবাজারে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের সুযোগ-সুবিধা বিবেচনা করেই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন শেষে কর্মকর্তাদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা দ্বারা প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত স্থানীয়দের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সবার আগে স্থানীয় জনগণের স্বার্থ ও সুবিধা-অসুবিধা দেখা হবে।’

এর আগে বেলা ১২টার দিকে জেনারেল আজিজ আহমেদ কুতুপালং ক্যাম্পের পাশে নির্মাণ করা হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান, রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুবুল আলম তালুকদার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি আবুল মনসুর।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী জানান, সেনা প্রধান কুতুপালং ক্যাম্পের পাশের হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে কুতুপালং ও লম্বাশিয়া ক্যাম্প পরিদর্শন করেন। পরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত আর্মি কো-অর্ডিনেশন সেন্টারে কর্মকর্তাদের উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন।

আরও পড়ুন: মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সেনা প্রধানের সঙ্গে ছিলেন- উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীসহ সেনাবাহিনীর কর্মকর্তাসহ প্রসাশনের বিভিন্নস্তরের কর্মকর্তারা।

জেনারেল আজিজ আহমেদ রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণে স্থানীয় জনগণের সুবিধা-অসুবিধা বিবেচনা করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। এরপর বেলা দেড়টার দিকে তিনি উখিয়া ত্যাগ করেন।

ওডি/ এফইউ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড