• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুরে সমস্যা হয়নি ঢাকাতেও হবে না : ইসি সচিব

  নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২০, ১৯:১৩
মো. আলমগীর
ইসি সচিব মো. আলমগীর (ছবি : সংগৃহীত)

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনের দিনেও দূর্গাপূজার দশমী ছিল। একই প্রতিষ্ঠানে নির্বাচনের পাশাপাশি পূজাও হয়েছে। সেখানে কোনো সমস্যা হয়নি। আসন্ন ঢাকা সিটি নির্বাচনেও সমস্যা হবে না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইসি সচিব তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, সব স্কুলে কিন্তু পূজা হয় না। যেখানে পূজা হবে, সে জায়গাটা ছেড়ে দেওয়া হবে। আবার সরকারি অনেক অফিস, আদালতেও পূজা হয়। সেখানে অনেক রুম থাকে। তাই যেখানে পূজা হবে, সে রুম ছেড়ে দিয়ে অন্য রুমে নির্বাচনের ব্যবস্থা করা হবে। পূজার জায়গায় পূজা চলবে, নির্বাচনের জায়গায় নির্বাচন হবে।

আরও পড়ুন : প্রথম কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা দিল রবি

তিনি বলেন, নির্বাচন কমিশন আইন, সরস্বতী পূজা, এসএসসি পরীক্ষা, সব কিছু বিবেচনা করেই এ দিনটি ঠিক করা হয়েছে। ভুল-ভ্রান্তি থাকলেও সবাই হয়তো বুঝবে ৩০ জানুয়ারি ভোটের সিদ্ধান্ত বৃহত্তর স্বার্থেই নেওয়া হয়েছে। একটা সুন্দর দিন বেছে নেওয়া হয়েছে। কারও কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করার রিট আবেদন আদালত খারিজ করে দেওয়ায় শাহবাগে অবরোধ চলছে। এজন্যই সংবাদ সম্মেলন করেন ইসি সচিব।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড