• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ থেকে এক বাসেই যাওয়া যাবে দার্জিলিং-শিলিগুড়ি

  অধিকার ডেস্ক

১৩ জানুয়ারি ২০২০, ১৭:৩৮
বাস সেবা
বাস সেবা (ছবি : সংগৃহীত)

সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না। এখন থেকে এক বাসেই বাংলাদেশ থেকে দার্জিলিং-শিলিগুড়ি যাওয়া যাবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ থেকে দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হবে। সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না। যা আগে করতে হতো।

আরও পড়ুন : টাকা রাখার জায়গা নেই দুই ভাইয়ের, সম্পদ কত

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বৈঠকে আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-শিলিগুড়ি-গ্যাংটক (সিকিম)-ঢাকা এবং ঢাকা-শিলিগুড়ি-দার্জিলিং-ঢাকা রুটে পরীক্ষামূলক বাস চালুর পরিকল্পনা করেছে ঢাকা।

২০১৫ সালের ১৫ জুনে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল মোটরযান চুক্তিতে স্বাক্ষর করে। চার দেশের মধ্যে অবাধ পণ্য ও যাত্রীসেবার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু পরবর্তীতে ভুটান চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় তা থমকে আছে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড