• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকা সিটি ভোটের তারিখ নড়েনি

  নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২০, ১৯:২৪
ইভিএমে ভোটগ্রহণ
ইভিএমে ভোটগ্রহণ (ছবি : সংগৃহীত)

সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)।

সনাতন ধর্মাবলম্বীদের এ পূজার কারণে ভোটগ্রহণের তারিখ নাড়ানো হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কক্ষে একটি বৈঠক হয়। বৈঠকে সিইসির নেতৃত্বে ৪ নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সোমবার (১৩ জানুয়ারি) আবারও বৈঠক হতে পারে বলে ইসি সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী জানান, ঢাকা সিটি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয়েছিল আগামী ৩০ জানুয়ারি। তারিখ পরিবর্তনের বিষয়টি আদালতেও গেছে। আদালত নির্বাচন পেছানোর কথা বলেননি। আমরাও আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসছি না। ৩০ জানুয়ারিই ভোটগ্রহণ হবে।

ইসির তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি ঢাকা সিটিতে ভোটগ্রহণ হওয়ার কথা। কিন্তু সে দিন সরস্বতী পূজা উদযাপন হবে। নির্বাচনের তারিখ পেছাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাবি জানিয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড