• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সীমান্তে হত্যায় উদ্বিগ্ন বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি ২০২০, ১৩:০৯
আবদুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা হওয়ায় বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের নীতি হলো একজনও যেন সীমান্তে মারা না যায়। ভারত এ বিষয়ে একমত হয়েছে। তার পরেও মৃত্যু হচ্ছে।

রবিবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টায় রওনা হচ্ছেন। বাংলাদেশ সময় রাত ১২টায় তিনি সেখানে পৌঁছাবেন। দেশটির রাজধানী আবুধাবিতে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি’ ছাড়াও প্রধানমন্ত্রী ওই অঞ্চলের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত সম্মেলনে অংশ নেবেন। সফর শেষে ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

আরও পড়ুন : এমপি-মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে বাণিজ্য, জনশক্তি বাড়াতে চাই। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে রাজস্ব সবচেয়ে বেশি আসছে। এ রাজস্ব ১৮ বিলিয়ন ডলার পার হবে বলে আশা করি।

প্রধানমন্ত্রী সেখানে সফরের ফলে ৬ বছর পর সংযুক্ত আরব আমিরাত জনশক্তি বাজার খুলে দিয়েছে। এটি নীতিগতভাবে খোলা হয়েছে। তবে তারা বিশেষ কাজে শ্রমিক খুজঁছে।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড