• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির টিএসসিতে শিক্ষার্থীদের অবরোধ

  অধিকার ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৪:৪২
ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে টিএসসি অবরোধ
ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে টিএসসি অবরোধ করেছেন শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণকারী মজনুর সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর থেকে তারা অবরোধ শুরু করেন। এ সময় ধর্ষণ প্রতিরোধে ফ্ল্যাশ মব করা হয়।

এছাড়া শিক্ষার্থীরা ধর্ষকের বিচার দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস, টনক তোমার নড়বে কবে? আজ না হলে হবে কবে?’ সহ বিভিন্ন স্লোগান দেন।

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে কালো পতাকা মিছিল করেছে গণরুমের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, রবিবার (৫ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে নামার পর তাকে অজ্ঞাত একজন অনুসরণ করে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি পরে ডিবিতে হস্তান্তর করা হয়। বুধবার (৮ জানুয়ারি) ভোরে ধর্ষক মজনুকে গ্রেফতার করা হয়।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড