• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারীবান্ধব নগর গড়ব : আতিকুল

  জিটিসি প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২০, ১৬:১২
মানববন্ধন
তিতুমীর কলেজের সামনে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘এই শহরে নারীরা যেন অবাধ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য কাজ করব। নারীবান্ধব নগর গড়ার অঙ্গীকার করছি। বিষয়টি আমার নির্বাচনি ইশতেহারে থাকবে।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের আয়োজনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে, সরকারি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সংগঠনের কর্মী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম অংশগ্রহণ করেন।

এ সময়, ধর্ষকের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা আসলে মায়েদের সম্মান করতে ভুলে গেছি। মা থেকেই তো আমরা সবাই। এমন ঘটনা আমাদের মা-বোনদের সঙ্গে হলে সেটা আমরা মেনে নিতে পারব না। মানুষরূপী পশুদের এমন শাস্তি হওয়া উচিত যেন আর কেউ এমন অপরাধ করার কথা চিন্তাও করতে না পারে।’

আরও বক্তব্য রাখেন- তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন, উপাধ্যক্ষ আবিদা সুলতানা, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ বলেন, ‘ধর্ষকরা মানুষরূপী নরপশু! তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি আমাদের সমাজকে নারীদের জন্য নিরাপদ করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে।’

এ সময় তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন, ‘শুধু গ্রেফতার নয় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষকরা বারবার এই নিকৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।’

তিনি আতিকুল ইসলামকে নির্বাচনি ইশতেহারে নারীবান্ধব নগর গড়ার অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

ওডি/এসএমএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড