• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহান বিজয় দিবসে বনেকের শুভেচ্ছা 

  নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০১৯, ০১:০৯
বিজয় দিবসে বনেকের শুভেচ্ছা
বিজয় দিবসে বনেকের শুভেচ্ছা ( ছবি : সংগৃহীত )

আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানোর সব বাধা দূর হয়। পরাধীন থেকে স্বাধীনতা লাভ করে মুক্তিকামী জনতা। মাতৃভূমির কপালে বিজয়ের লাল টিপ পরাতে লাখো শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। হাজারো মা-বোন সম্ভ্রম হারিয়েছেন।

মহান এই বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)।

এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির সভাপতি খায়রুল আলম রফিক বলেন, ‘৯ মাসের মুক্তিযুদ্ধে অন্তত ৩০ লাখ প্রাণের রক্তে ভিজে পবিত্র হয়েছে এ দেশের মাটি। বিজয়ের ঠিক আগ মুহূর্তে ১৪ ডিসেম্বর বাংলাদেশকে মেধাহীন করার ষড়যন্ত্রে রাজাকার, আলবদরদের সহযোগিতায় অসংখ্য বুদ্ধিজীবী হত্যা করে পাকিস্তানি বাহিনী। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীদের চিহ্নিত করে বিভৎস হত্যাকাণ্ড চালায় হায়েনারা। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পরাধীনতার শিকল ছিড়ে বিজয়ী হয় বাংলাদেশ। ’

সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ বিজয়ের শুভেচ্ছা দিয়ে বলেছেন, ‘৪৯তম মহান বিজয় দিবসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যার জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র কখনই হতো না। স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদের। শ্রদ্ধা জানাচ্ছি ত্যাগ স্বীকার করা লক্ষ লক্ষ বিরাঙ্গনা নারীদের।’

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড