• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

  নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪
আ ক ম মোজাম্মেল হক
আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো)

মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর ১০ হাজার ৭৮৯ সদস্যের নামের তালিকা প্রকাশ করেছে সরকার।

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি হানাদারদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আজ তাদের নাম প্রকাশ করা হলো।

সূত্র জানায়, রাজাকারের নতুন কোনো তালিকা হয়নি। ১৯৭১ সালেই ওই তালিকা জেলা, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কাছে ছিল। ওই তালিকাতেই তাদের পরিচয় ও ভূমিকা রেকর্ড রয়েছে। তারা রাজাকার বাহিনীর সদস্য হিসেবে ভাতা নিয়েছিলেন, তাদের নামে অস্ত্রও এসেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই রেকর্ড সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপির ঘাড়ে ভর করেছে বুদ্ধিজীবী হত্যাকারীদের প্রেতাত্মা

‘একাত্তরের এপ্রিলে অনানুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠন হয়। সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। তখন গ্রামে-গঞ্জে বেসিক ডেমোক্রেসি মেম্বার ছিল, তাদের রাজাকার বাহিনীতে সদস্য সংগ্রহ করতে বলা হয়। এসব মেম্বার ও বিভিন্ন দলের সমর্থকরা রাজাকার বাহিনীতে যোগ দেয়।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ এ তালিকাটি প্রকাশ করা হয়েছে।

রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড