• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৮ বছরের বেশি হলে পাসপোর্ট করতে লাগবে এনআইডি

  অধিকার ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩
পাসপোর্ট
পাসপোর্ট (ছবি : সংগৃহীত)

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ১৮ বছরের বেশি বয়সী নতুন পাসপোর্টের জন্য আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নির্দেশনা দিয়েছে।

পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাহজাহান কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে আঞ্চলিক পাসপোর্ট অফিস/বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসগুলোতে আবেদনকারীরা এনআইডি থাকার পরও তা গোপন করে জন্মনিবন্ধন প্রদর্শন করে পাসপোর্টের আবেদন করছেন। এতে নানাবিধ জটিলতার সৃষ্টি হচ্ছে।

এ অবস্থায়, আবেদনপত্র গ্রহণের ক্ষেত্রে ১৮ বছরের বেশি বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে এনআইডি গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করা; ১৮ বছর পর্যন্ত আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইন জন্মনিবন্ধন গ্রহণসাপেক্ষে আবেদন জমা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আর ১৫ বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বাবা-মায়ের এনআইডি জমাসাপেক্ষে আবেদন জমা করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে এনআইডির ভেরিফায়েড কপি জমা নেওয়া হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানায় অধিদপ্তর।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড