• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যরাতেও পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

  অধিকার ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৯
টিসিবির পেঁয়াজ
প্রচণ্ড শীত উপেক্ষা করে মধ্যরাতেও টিসিবির পেঁয়াজ কিনতে ভিড় (ছবি : সংগৃহীত)

পঞ্চগড়ে ন্যায্যমূল্যে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে ৪ ডিসেম্বর থেকে। শহরে এ পেঁয়াজ ৪৫টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসনের সহযোগিতায় ৫টি উপজেলায় ৫৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান।

পুলিশি পাহারায় জনপ্রতি ২ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ওঠা মানুষ ঘন কুয়াশা ও প্রচণ্ড শীত উপেক্ষা করে মধ্যরাতেও টিসিবির এ পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন ধরে থাকছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টায় সরেজমিনে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

ন্যায্যমূল্যে পেঁয়াজ কিনতে যাওয়া ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার বাসিন্দা রিন্টু হাসান জানান, বাজারে হঠাৎ শুনতে পেলাম, এখানে ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, তাই লাইনে দাড়িয়ে আমি ২ কেজি পেঁয়াজ কিনলাম।

আরও পড়ুন : এ সপ্তাহে দাম কমেছে পেঁয়াজের

এদিকে পেঁয়াজ কিনে কিছুটা অসন্তোষ জানান উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আমিনার রহমান। তিনি বলেন, ‘দীর্ঘ লাইনে দাড়িয়ে ১ কেজি পেঁয়াজ কিনলাম, কিন্তু পেঁয়াজগুলো অনেক নরম।’

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড