• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিজয় দিবসে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

  নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৯
সড়ক
১৬ ডিসেম্বর এই সড়কগুলো পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি (ছবি : সংগৃহীত)

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান চলাকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হবে যানবাহন চলাচল। ফলে ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্যান্য যানবাহনকে এ দিন সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার যেসব সড়কগুলো বন্ধ থাকবে-

১। খেজুরবাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং হয়ে বেগম রোকেয়া সরণি দিয়ে মিরপুরের ১০ নম্বর গোলচত্বর এলাকা পর্যন্ত।

২। শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁও হয়ে বেগম রোকেয়া সরণি পর্যন্ত।

৩। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

৪। বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং দিয়ে ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

৫। প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ভবনের ক্রসিং পর্যন্ত।

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড