• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে মামলা

  অধিকার ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫
আবুল আসাদ
দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ (ফাইল ছবি)

দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি (মামলা নম্বর-২৪) করেন।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে খবর প্রকাশের জেরে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে খবর প্রকাশ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে ভাঙচুর চালায়। হামলাকারীরা সংগ্রাম পত্রিকার কার্যালয়ে সম্পাদক আবুল আসাদকেও নাজেহাল করেন।

এ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে পত্রিকাটির কার্যালয় থেকে আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। ওই সময় পুলিশ জানায়, তাকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড