• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের অভিযোগ সঠিক নয় : পররাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০১৯, ২২:০৮
পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে ভারত যে ধরনের অভিযোগ করেছে, তা মোটেই সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের দেশে কোনো মাইনরিটি বা সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না।

বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এমন অভিযোগ এনেছে ভারত। শুধু তাই নয়, এ নিয়ে ভারত সংসদে নাগরিকত্ব বিল উত্থাপন করেছে। এ ব্যাপারে মন্তব্য জানতে চাওয়া হলে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন এই তথ্যটি সঠিক নয়। যারা ভারতকে এ তথ্য দিয়েছে, তারা ভুল তথ্য দিয়েছে, সঠিক তথ্য দেননি।

দেশের সংখ্যালঘুদের নেতৃত্ব এ বিষয়টি নিয়ে কথা বলবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ভারত সহনশীল একটি রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ একটি দেশ। সেই জায়গা থেকে তারা পিছিয়ে গেলে আরও দুর্বল হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সঠিক না। এ দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করছি।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে সোনালি অধ্যায়ের সূচনা হয়েছে। প্রতিবেশী দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ছে। এই সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড