• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাজারীকে কারাবিধি মানার ‘পরামর্শ’

  নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর ২০১৯, ০১:১৯
সদস্য নিজাম হাজারী
সদস্য নিজাম হাজারী ( ছবি : সংগৃহীত )

ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারীকে কারাবিধি সুনির্দিষ্টভাবে মেনে কারাগার পরিদর্শনের জন্য ‘পরামর্শ’ দিতে জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অন্য দিকে, ফেনী কারাগারের জ্যেষ্ঠ সুপার রফিকুল কাদেরকে ভবিষ্যতে কারাবিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে ‘সতর্ক’ করে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো দুটি চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো চিঠিতে জানানো হয়, ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী গত ২৩ আগস্ট, ২৪ ফেব্রুয়ারি, ১৩ এপ্রিল ও ৫ মে অননুমোদিতভাবে কারাগারে প্রবেশ করে কারাবিধি লঙ্ঘন করেছেন। তাই তাকে নিয়ম মেনে কারাগার পরিদর্শন করতে বলা হয়।

এ দিকে জেল সুপারকে পাঠানো চিঠিতে বলা হয়, ফেনী জেলা কারাগারের বিচারাধীন মামলার আসামি এম আজহারুল হক ও সাখাওয়াত হোসেন ভূঁইয়াকে সাধারণ ওয়ার্ডের পরিবর্তে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত সেলে রাখা এবং স্থানীয় সাংসদ নিজাম হাজারীকে অননুমোদিতভাবে কারাগারে প্রবেশে সহায়তা করে কারাবিধি লঙ্ঘন করেছেন। সে জন্য কারাবিধি মেনে চলতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার ‘নিয়ম ভেঙে প্রায়ই জেলে ঢোকেন সাংসদ হাজারী’ শিরোনামে একটি দৈনিক প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সংসদ সদস্য নিজাম হাজারী আইন লঙ্ঘন করে নিয়মিত কারাগারে যেতেন, এখনো যান। আর তাকে কারাগারের ভেতরে নিয়ে যেতেন জেল সুপার।

ওডি/এসএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড