• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ সচিব

  প্রযুক্তি ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১৩:৩১
সচিব
খন্দকার আনোয়ারুল ইসলাম (ছবি : সংগৃহীত)

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলাম এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চলতি বছরের ১৫ ডিসেম্বর তার অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা। এর আগেই অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে নতুন করে চুক্তিতে নিয়োগ দিল সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী, এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

আরও পড়ুন : পুলিশে আবারও বড় ধরনের রদবদল!

উল্লেখ্য, এর আগে ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলাম নিয়োগ পান। খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি পান।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড