• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৭ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

  কক্সবাজার প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০১৯, ০১:৪৮
কক্সবাজার
ফেরত দেওয়া ১৭ জেলে

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢেউয়ের তোড়ে মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়া বাংলাদেশের ১৭ জেলেকে ফেরত দিয়েছে দেশটির নৌবাহিনী। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম। তিনি জানান, ‌‘এসব জেলে ট্রলার নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে সেন্টমার্টিন এলাকায় সাগরে মাছ শিকার করছিলেন। এ সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা ঢেউয়ের তোড়ে মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এরপর ট্রলারসহ তাদের আটক করে নিয়ে যায় দেশটির নৌবাহিনীর সদস্যরা।’

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ডের পক্ষ থেকে মিয়ানমারের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আটক এসব বাংলাদেশি জেলেকে হস্তান্তর করে তারা।

এর আগে ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় মিয়ানমারের দুটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছিল কোস্টগার্ড।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড