• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান

  অধিকার ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৪২
আবদুল মোমেন ও আজিজ আহমেদ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ৮ ডিসেম্বর মিয়ানমার যাচ্ছেন। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও সেনাবাহিনীর প্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে মিনের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি।

সেনাপ্রধান আজিজ আহমেদ এ সফরের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

মিয়ানমারের সঙ্গে জেনারেল আজিজ আহমেদের আলোচনায় রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়গুলোে উঠে আসবে।

এ বিষয়ে জেনারেল আজিজ আহমেদ জানান, বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক বাহিনীর মাঝে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় ও প্রশিক্ষণসহ অন্য ক্ষেত্রে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। দুদেশের মধ্যে যত বেশি এনগেজমেন্ট হবে; সম্পর্ক তত ভালো হবে। রোহিঙ্গা সমস্যার বিষয়ও আসবে। এগুলো নিয়ে কী কী সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হবে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড