• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের বক্তব্য ‘কথার কথা’ : ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০১৯, ১৫:২৭
কাদের
সচিবালয়ে ব্রিফিং করছেন ওবায়দুল কাদের (ছবি : সংগৃহীত)

পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির পর বিভিন্ন মহলে দাবি ওঠে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগের। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেছেন, কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে। এই মন্ত্রিত্ব কাজ করার জন্য। বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যকে ‘কথার কথা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাৎ শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পেঁয়াজের কেজি ২০০ টাকার বেশি হওয়ার পরও লাগাম টানতে না পারায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। মঙ্গলবার এক অনুষ্ঠানে টিপু মুনশি জানিয়েছিলেন, তার পদত্যাগে যদি পেঁয়াজের দাম কমে, তবে পদত্যাগ করতে এক সেকেন্ডও সময় নেবেন না তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেখুন এটা ‘কথার কথা’। যদি নিশ্চয়তা থাকত যে আমি পদত্যাগ করলেই পেঁয়াজের দাম কমে যাবে, সেটা আসলে কথার কথা। এটি পদত্যাগ করার কোনো বিষয় না। হয়তো মন্ত্রী হিসেবে কথা প্রসঙ্গে তিনি বলেছেন, যেহেতু পেঁয়াজের দাম বেশি। অনেকেই তো মন্ত্রীর পদত্যাগও দাবি করে। সেজন্যই বলছেন যে, পদত্যাগ করলেই যদি সমাধান হয়ে যেত তাহলে তো আমি এক সেকেন্ডেই পদত্যাগ করতাম।

বাণিজ্যমন্ত্রীর ওই বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, সেটা উনি (বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি) অযৌক্তিক কিছু বলেননি, এটা কথার কথা বলতেই পারেন।

দ্রব্যমূল্য বর্তমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চাল ও লবণকে নিয়ে একটা ইস্যুটা সৃষ্টি করা হয়েছিল। সেটা এখন আর নেই। চাল নিয়েও সমালোচনা নেই। পেঁয়াজ নিয়ে এখনো রয়ে গেছে, তবে মৌসুমও এসে যাচ্ছে, আমদানিও যথেষ্ট। আমার মনে হয় এভাবে বেশিদিন চলবে না। শীঘ্রই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড