• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাঁস হওয়া ফোনালাপে যা বলেছিলেন ভিপি নুর

  অধিকার ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৪১
ডাকসু ভিপি নুরুল হক নুর
ডাকসু ভিপি নুরুল হক নুর (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের টেলিফোন কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রথম ভিপি নুরের ওই ফোনালাপটি ফাঁস করা হয়। এরপর তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ দিকে এ ঘটনায় ভিপি নুরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক।

ফোনালাপটি ফাঁস হওয়ার পর কণ্ঠটি তার বলে স্বীকার করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

তবে তার ফোনালাপকে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিকৃতভাবে জাতির কাছে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পাঠকের উদ্দেশে অডিও ক্লিপটি হুবহু দেওয়া হলো-

ভিপি নুর: ‘ওই যে আমি একটা কাজ পাইছেলাম ১৩ কোটি টাকার। এখন ওই কাজটা আমার এক আন্টিরই। উনি জয়েনভেনচরে একজনেরে দিয়া দেওয়াইছিল। এখন কালকে আপনি ওইটা শিওর করলে টাকা ওই আন্টিই দেবে আনে, আমার আন্টি সম্পর্ক হয়। কিন্তু অ্যাকাউন্টে যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনিতো কাজবাজ করান। আপনি কি একটা পারফর্মেন্সের গ্যারান্টি ইয়ে করতে পারবেন?’

অপর ব্যক্তি: ‘এখন কোন ফার্মের নামে করমু, কি করমু?’

ভিপি নুর: ‘তাহলে আমি ডিটেইলস্ লইয়া আপনার কাছে আমু আমি।’

এছাড়া ওই ব্যক্তি নুরুকে বলেন, ‘আমি কিছু টাকা পয়সা উঠিয়ে পাঠাতে চাচ্ছি, আমি জানি তোমাদের টাকা পয়সা দরকার খুব। আমি হোয়াটসঅ্যাপে ফোন করছি।’

আরেক অংশে ওই ব্যক্তি বলেন, ‘আমাকে মেসেজ করে যদি পাঠিয়ে দেও, তোমার পুরো নাম লাগবে, ইমেইল অ্যাড্রেস লাগবে। তাহলে আমরা এখান থেকে কিছু কিছু টাকা পয়সা কালেকশন করে তোমার কাছে পাঠায় দিবো।’

ভিপি নুর: ‘ঠিক আছে, আপনি বলছেন খুব খুশি হইছি।’

অপর ব্যক্তি: ‘আমি ওই ইলিয়াস হোসেন আছে, ইলিয়াসের ইয়েতেও টাকা দেই। সাংবাদিক ইলিয়াস হোসেন। আমি জানি আন্দোলন করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। ঠিক আছে নুর ভালো থেকো, সাবধানে থেকো। সবসময় খুব চোখ-কান খোলা রেখো, দোয়া করি।’

ওডি/কেএসআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড