• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চালের দাম বাড়ার কারণ জানালেন খাদ্যমন্ত্রী 

  নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০৫
খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)

দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে, তবুও চালের দাম বাড়ছে এর পেছনে মিল মালিকদের কারসাজি আছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী জানান, চাল নিয়ে কারসাজির বিরুদ্ধে ২২টি মনিটরিং টিম কাজ করছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল খাদ্য পরীক্ষাগার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ইতোমধ্যে নতুন ধান ওঠা শুরু হয়েছে, তাই শীঘ্রই চালের দাম কমে আসবে।

তিনি বলেন, ইউএস এইড ও বিশ্ব খাদ্য সংস্থা-এফএও’র সহায়তায় একটি গাড়িতে ‘মোবাইল খাদ্য পরীক্ষাগার’ তৈরি করা হবে। এটি দিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভেজাল পরীক্ষার জন্য ব্যবহার করবে।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বহু সংস্থা কাজ করছে।

এর আগে, গত ১৭ নভেম্বর খাদ্য অধিদপ্তরে চালকল মালিকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেছিলেন, যাতে চালের দাম আর না বাড়ে সেই বিষয়ে চালকল মালিকদের (মিলার) নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি চালের দাম আর বাড়বে না। পর্যাপ্ত চালের মজুদ রয়েছে।

বাজারে হঠাৎ করে চালের মূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ওই সভার আয়োজন করা হয়েছিল।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড