• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হজ চুক্তি করতে সৌদিতে ধর্ম প্রতিমন্ত্রী

  অধিকার ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ২১:৩৫
ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ (ফাইল ছবি)

২০২০ সালের হজ চুক্তি করতে সৌদি আরবে গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (৪ ডিসেম্বর) সৌদি আরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি অনুষ্ঠিত হবে। পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ধর্ম প্রতিমন্ত্রী। সৌদির পক্ষে নেতৃত্ব দেবেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা হলেন—ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের হজ চুক্তিতে বাংলাদেশের বর্তমান মুসলিম জনসংখ্যার ভিত্তিতে অতিরিক্ত বিশ হাজার বাংলাদেশির হজের অনুমতি চাওয়া হবে। বাংলাদেশের মোট হজযাত্রীর ৫০ শতাংশ হারে জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনা ও সৌদি আরব অংশের বাংলাদেশি শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হবে। এছাড়া চুকমাশায়েরে মোকাদ্দাসায় সেবার মান উন্নত করার প্রস্তাব করা হবে ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত গোলাম মসিহ, কনসাল জেনারেল, জেদ্দা এফ এম বোরহান উদ্দিন, কাউন্সেলর (হজ), জেদ্দা মো. মাকসুদুর রহমান।

ওডি/আরএডি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড