• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী সপ্তাহেই অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন

  অধিকার ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১৪:০৪
হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমার ইতোমধ্যে কথা হয়েছে, তারা কয়েকশ অনলাইনের তদন্ত শেষ করছেন। আজ বা কালের মধ্যে সেগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা আগামী সপ্তাহ থেকে অনলাইনগুলোর নিবন্ধন দেওয়া শুরু করব।’

সোমবার (০২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের অনলাইন নিউজপোর্টালের নিবন্ধন সম্পর্কে এ তথ্য জানান মন্ত্রী।

এ সময় আমরা অনলাইন সংবাদমাধ্যমগুলোর নিবন্ধনের জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের তথ্য মন্ত্রণালয়ে তিন হাজার ৫৯৭টি আবেদন জমা পড়েছে। সেগুলো তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিলাম, পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়সহ একটি সভা করেছিলাম।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানিয়েছিলাম, যত দ্রুত সম্ভব অনলাইন পোর্টালগুলোর ব্যাপারে তদন্ত শেষ করে আমাদের কাছে জানানোর জন্য যাতে আমরা নিবন্ধনের কাজটি শুরু করতে পারি।’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘ভবিষতে অনলাইন পোর্টাল চালু করতে হলে সেটি একটি প্রক্রিয়ার মাধ্যমে অনুমতির মাধ্যমে সেটি করতে হবে। এখন যেমন চাইলেই কেউ একটা পত্রিকা বের করতে পারে না, তাকে ডিক্লারেশন নিতে হয়, নামের ছাড়পত্র নিতে হয়, অনলাইনের ক্ষেত্রেও একটি প্রক্রিয়া অবলম্বন করেই সেই অনলাইন চালু করতে হবে।’

এখন তো কোনো প্রক্রিয়া অবলম্বন ছাড়া যে কেউ যেকোনো একটি অনলাইন খুলে বসে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেখা গেল যে ঘরের মধ্যে বসে কয়েকজনে একটি অনলাইন চালায়। ভবিষ্যতে সেটি প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড