• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক আইনে আপস নয় : পরিকল্পনামন্ত্রী

  সিলেট প্রতিনিধি

০১ ডিসেম্বর ২০১৯, ১৯:২৪
এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ফটো)

সড়ক আইন নিয়ে সরকার আপস করবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, জনগণের নিরাপত্তার জন্য সড়ক আইন করা হয়েছে। সরকার জনগণের নিরাপত্তার বিষয়ে আপস করবে না। সড়কে নৈরাজ্য চলতে দেওয়া হবে না। সবার জন্য এ আইন।

রবিবার (১ ডিসেম্বর) সিলেটে নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, নতুন সড়ক আইন মানলে একটি পয়সাও কাউকে দেওয়া লাগবে না। এক দিনের জন্যও কাউকে জেলে যেতে হবে না। কারও বিরুদ্ধে এ আইন নয়। আইন মানার জন্যই নতুন সড়ক পরিবহন আইন হয়েছে। এটা সবার মঙ্গলের জন্য করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড