• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আন্তর্জাতিক আইন মেনেই সমুদ্র আইন হয়েছে’

  অধিকার ডেস্ক

২৬ নভেম্বর ২০১৯, ০৮:১৯
ড. এ কে আবদুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। (ফাইল ছবি)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন-২০১৯ এর খসড়া অনুমোদন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়।

পৃথিবীতে যখন এ বিষয়ে কোনো আইন সৃষ্টি হয়নি, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আইন পাস করেন উল্লেখ করে প্রেস বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরবর্তীতে ভারত, পাকিস্তান, নরওয়েসহ পৃথিবীর বিভিন্ন দেশ একই ধরনের আইন পাস করে। ১৯৮২ সালে জাতিসংঘ ‘মেরিটাইম জোন অ্যাক্ট’ গ্রহণ করে।’

‘সমুদ্রবিষয়ক এ আইন থাকার ফলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এক লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে,’ বলেন ড. মোমেন।

আরও পড়ুন : ‘দেশের যে কোনো প্রয়োজনে প্রস্তুত সেনাবাহিনী’

বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সুদূরপ্রসারী এ আইন পাস করার ফলে বাংলাদেশ উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত বাংলাদেশের সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া নর্থ পোল পর্যন্ত বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়েছে।’

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড