• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

  নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০১৯, ১৩:৪২
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম (ছবি : দৈনিক অধিকার)

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আমাদের সন্তানরা যদি আর একবার রাস্তায় নামে তাহলে পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক কারো পিঠের চামড়া থাকবে না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ ২০১৯’-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নিরাপদ সড়ক নিশ্চিতে নতুন সড়ক আইন মানার আহ্বান জানিয়ে সবাইকে সাবধান ও সতর্ক হওয়ার ওপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, আইন মেনে চলুন।

এ সময় সড়ক পরিবহন আইন, সচেতনতা ও ট্রাফিক পক্ষের নানা বিষয় তুলে ধরেন মোহা. শফিকুল ইসলাম।

সভার আগে বিপুল পরিমাণ হাইড্রোলিক হর্ন ধ্বংস করে ট্রাফিক পক্ষের উদ্বোধন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ডিএমপির এই ট্রাফিক পক্ষ ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড