• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীর বাইরে চলছে না গণপরিবহন, ভোগান্তি চরমে

  অধিকার ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১০:০৬
ধর্মঘট
পরিবহন ধর্মঘট চলছে (ফাইল ফটো)

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন শুরুর পর থেকে প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে পরিবহন শ্রমিক এবং চালকদের অঘোষিত ধর্মঘট চলছে। রাজধানী ঢাকা বাদে বিভিন্ন জেলায় হঠাৎ বাস না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস চলাচল বন্ধের পর এবার সারা দেশে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে পণ্য পরিবহনও অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি। দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কোনো সুনির্দিষ্ট কর্মসূচি না থাকলেও কর্মবিরতি পালন করছেন বাস চালক ও সহকারীরা।

এ বিষয়ে পরিবহন শ্রমিকরা জানান, অতিরিক্ত জেল-জরিমানার ঝুঁকি নিয়ে তারা আর গাড়ি চালাতে চান না।

পরিবহন শ্রমিক ও চালকদের কর্মবিরতিতে মালিক সমিতির সরাসরি সমর্থন না থাকলেও সহানুভূতি আছে।

তারা দাবি করেন, সারা দেশে শুরু হওয়া ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ রয়েছে। তাই শ্রমিকরা রাস্তায় বাস বের করছেন না।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড