• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন নেতাদের বৈঠক আজ

  অধিকার ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ০৮:৩৪
স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাক স্ট্যান্ড ও ইনসেটে স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি : সংগৃহীত)

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠক আজ বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

তবে সারা দেশের পরিবহন শ্রমিক-মালিকরা এসে বৈঠকে অংশ নেওয়ার কথা থাকায় সময় চূড়ান্ত করা হয়নি।

এ দিকে, সংগঠনটির বুধবার থেকে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে কি না সে বিষয়েও কিছু জানানো হয়নি।

নিজেদের কিছু দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মনিপুরী পাড়ার বাসায় ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা মতবিনিময় করার পর এ বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে বুধবার সকাল থেকে পণ্যবাহী যানবাহনে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ট্রাক, কাভার্ড ভ্যানের পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে অবস্থিত পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় সংগঠনটি। অঘোষিত ধর্মঘটে মঙ্গলবার দেশের অন্তত ২০ জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড