• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসি রায়ের পর অং সান সু চি পালিয়েও বাঁচতে পারবেন না

  অধিকার ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ১৬:২৩
প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (ফাইল ফটো)

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রায় দিলে মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ দেশটির ২০ জন নেতা পালিয়েও বাঁচতে পারবেন না।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য হোক বা না হোক; বিচারে রোহিঙ্গা ইস্যুতে সু চিসহ ঊর্ধ্বতন ২০ জনের বিরুদ্ধে রায় হলে তা মানতে বাধ্য হবে সারা বিশ্বের সব দেশ। তারা অন্য দেশে গেলেও তাদের গ্রেফতার করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের বিরুদ্ধে আইসিসির রায় হওয়ার পর মিয়ানমার ছাড়াও অনেক দেশের ওপর চাপ সৃষ্টি হবে এ সংকট সমাধানে। তখন মিয়ানমারের শাসকরা পালিয়েও বাঁচতে পারবেন না। এমনটাই বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধামন্ত্রীর উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত ড. জমিরসহ আরও অনেকে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড