• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুবাই এয়ার শোতে প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৮:৪৬
দুবাই এয়ার শো
দুবাই এয়ার শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি : পিআইবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম বড় এভিয়েশন প্রদর্শনী ‘দুবাই এয়ার শো-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

দেশটির সময় রবিবার (১৭ নভেম্বর) সকালে দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এ প্রদর্শনীর জমকালো উদ্বোধন হয়।

১৭ থেকে ২১ নভেম্বর পাঁচ দিনব্যাপী এ এয়ার শো অনুষ্ঠিত হবে। এতে ১৬০ দেশের প্রায় ১৩০০ কোম্পানি অংশগ্রহণ করছে।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে এ শোতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুবাই সময় বিকালে মনোজ্ঞ উড়োজাহাজের মহড়া উপভোগ করবেন।

এ শোতে প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উড়োজাহাজ মহড়া চলবে।

১৯৮৯ সাল থেকে দুবাই এয়ার শো হয়ে আসছে। এটি এভিয়েশন কোম্পানিগুলোর বৈশ্বিক প্লাটফর্মে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রী স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) রাত সোয়া সাতটার দিকে চার দিনের সরকারি সফরে দুবাই পৌঁছান।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড