• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অল্পের জন্য রক্ষা পেল রাজশাহীগামী উড়োজাহাজ

  অধিকার ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ১৫:১৯
নভোএয়ার
বেসরকারি সংস্থা নভোএয়ারের উড়োজাহাজ। (ছবি : সংগৃহীত)

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণকালে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে বেসরকারি সংস্থা নভোএয়ারের একটি উড়োজাহাজ। বিমানবন্দরে অবতরণকালে উড়োজাহাজটির চাকা পাংচার হয়ে যায়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং নিরাপদেই বিমানটি অবতরণ করেছে বলে জানিয়েছে শাহ মখদুম বিমানবন্দর তথ্য কেন্দ্র।

রবিবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল।

নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ-উল-ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের সময় এর চাকা পাংচার হয়ে যায়।

তবে আল্লাহর ইচ্ছায় নিরাপদেই অবতরণ করে যাত্রীবাহী উড়োজাহাজটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, অবতরণের পর পাইলট উড়োজাহাজ পরীক্ষা করে দেখেছেন। পেছনের বামপাশে থাকা বাইরের দিকের একটি চাকার হাওয়া কম দেখতে পান। এ কারণে তিনি পরবর্তী ফ্লাইট স্থগিত করেন।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান মহানগর পুলিশের মুখপাত্র।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড