• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেঁয়াজের ঝাঁজে বাজার অস্থির

রমজানের আগেই বাড়ছে নিত্যপণ্যের দাম

  অধিকার ডেস্ক    ০৫ মে ২০১৮, ১০:০৪

রমজানের আগেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে পেঁয়াজ, রসুন ও আদা। পেঁয়াজের দাম গত তিন সপ্তাহ ধরেই বাড়ছে। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১০ টাকা।

রমজানের আগেই চাহিদামত পণ্য কিনতে শুরু করছেন ভোক্তারা। সেই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাড়াচ্ছেন এসব নিত্যপণ্যের দাম। তবে এসব পণ্যের দাম বাড়েনি বলে বিক্রেতারা দাবি করলেও ভোক্তারা তা মানছেন না।

বাজার পর্যবেক্ষণে এসে রাজধানীবাসীদের অনেকেই দাবি করছেন, রমজান মাস শুরু হলে দাম বাড়বে, সেইসঙ্গে বাজার করার জন্য সময় বের করাও কঠিন হয়ে যাবে।

অন্য এক ক্রেতার আশঙ্কা, রমজান মাসে বেড়ে যাবে পণ্যের দাম। তিনি বলেন, ‘রোজার আগেই প্রয়োজনীয় কেনাকাটা করে নিচ্ছি। কারণ কিছুদিন পরেই দেখা যাবে অনেক বেশি দাম হয়ে যাবে।’

এদিকে রমজানে যেসব পণ্যের দাম বাড়ে, সেসব পণ্য এখনো স্বাভাবিক রয়েছে বলে জানান কারওয়ান বাজারের বিক্রেতারা।

একজন বিক্রেতা বলেন, ‘রমজানের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি। কারণ পর্যাপ্ত পরিমাণ মাল আছে।’

অন্য এক বিক্রেতা দাবি করেন, ‘পেঁয়াজ, রসুন ও আদা—এই তিন পদের দাম বেড়েছে। তবে মুদি বাজারের অন্য কিছুর দাম বাড়েনি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড