• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিভিন্ন জেলায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত ১৩

  নিজস্ব প্রতিবেদক

০৫ মে ২০১৮, ০৯:৫৩
প্রতীকী ছবি

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার (৪মে) বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।

এর মধ্যে কিশোরগঞ্জে ২ জন, হবিগঞ্জে ২ জন। এছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, গাইবান্ধা ও কুমিল্লা জেলায় একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন শিক্ষার্থীও রয়েছে।

প্রতিনিধিদের পাঠানো তথ্য তেকে বিভিন্ন জেলার হতাহতের চিত্র তুলে ধরা হলো।

কিশোরগঞ্জ: জেলার কুলিয়ারচর উপজেলার খালখাড়া-কোনাপাড়া গ্রামে শুক্রবার বজ্রপাতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় আরেক ছাত্রী। নিহত বেগমের (১৫) বাবা ওই এলাকার মৃত গিয়াস উদ্দিন। তারা দুজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে হাওয়া বেগম মারা যায়। এছাড়াও কিশোরগঞ্জের মিঠামইনে দক্ষিণের বড় হাওরে একইদিন ধান কেটে আসার পথে বজ্রপাতে কৃষক সুরুজ আলী (৫৫)নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আবদুর রহমান (৪০) ও সেলু মিয়া (৩৫)। তাদের বাড়ি নরসিংদীর সদর উপজেলার পুরাদিয়া গ্রামে।

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলের পুটিজুরীতে শুক্রবার বজ্রাঘাতে দিনমজুর কাজী আবুল কালাম (৪২) নিহত হয়েছেন। তিনি পুটিজুরী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। সকালে কয়েকজন দিনমজুর গুঙ্গিয়াজুরি হাওরে ধান কাটার সময় দুপুরে বজ্রপাতে কালাম ঘটনাস্থলেই মারা যান। বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে ইউএনও (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম নিহতের বাড়ি গিয়ে তার স্ব্বজনের হাতে ২০ হাজার টাকা অনুদান দেন। এ ছাড়া জেলার বানিয়াচঙ্গে দুপুরে বজ্রপাতে রবি দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয় । তিনি বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে গিয়েছিলেন।

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে বজ্রপাতে অনয় দেবনাথ (১৯) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার জয় দেবনাথের ছেলে অনয় স্থানীয় সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। নিহতের পরিবার জানায়, দুপুরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে প্রাণ হারান সে।

নরসিংদী: মাধবদীতে বজ্রপাতে মাহবুবুর রহমান (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। দুপুরে কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, দুপুরে তার জমির ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান মাহবুব।

লক্ষ্ণীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে শুক্রবার রাতে বজ্রপাতে আলতাফ উদ্দিন নামে এক কৃষক নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রামগতি থানার ওসি এটিএম আরিচুল হক।

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের আকুলপুর গ্রামে শুক্রবার বজ্রপাতে লাবণী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আবদুর রহিমের মেয়ে। সকালে বাড়ির উঠানে খেলার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে জাফর মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা। সকালে যাদুকাটা নদীতে বারকি নৌকার পানি সেচ করার সময় বজ্রপাত ঘটে। মুমূর্ষু অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

জামালপুর: পৌর শহরের বাগেরহাটা বটতলা এলাকায় বজ্রপাতে জান্নাতি (১৩) নামে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বাগেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সে । তার বাবার নাম মোহাম্মদ জামিল। পরিবার জানায়, দুপুরে বৃষ্টির মধ্যে জান্নাতি বাড়ির উঠানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে শুক্রবার বজ্রপাতে পূর্ব নওমালা সালেহিয়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী হাবিবুর রহমান সর্দার (৪৫) নিহত হয়েছেন। তিনি বিকেলে গোয়ালে গরু তুলতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন। এ সময় তার একটি গরুও মারা যায়।

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় শুক্রবার দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রানা বাবু (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ দিঘলকান্দি গ্রামের কাইয়ুম মণ্ডলের ছেলে। হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে শুক্রবার বিকেলে অমল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিসাশহর এলাকার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান সেলিম জানান, অমল পাশাকোট গ্রামের জাহাঙ্গীরের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

/এজেড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড