• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেঁয়াজের দাম বৃদ্ধির পিছনে চক্রান্ত থাকতে পারে : প্রধানমন্ত্রী 

  নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০১৯, ১৪:১৮
শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি : ফাইল ফটো)

পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে কেউ চক্রান্ত করছে কিনা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সব দেশেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আমাদের এখানে কেন? কীভাবে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়ল তা আমরা খতিয়ে দেখছি।

তিনি বলেন, যারা পেঁয়াজের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দাম বাড়ানোর পেছনে কারও চক্রান্ত থাকতে পারে। কেউ এই চক্রান্তের সঙ্গে জড়িত আছে কিনা খতিয়ে বের করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে একটি সুন্দর জীবন দেওয়া। মানুষ যখন ভালো থাকে, সুস্থ থাকে আমি তো বলি একটা গোষ্ঠী আছে তারা তখন কষ্টে থাকে, অসুস্থতায় ভোগে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিমানে করে পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি। পেঁয়াজ বিমানে উঠে গেছে কাজেই আর চিন্তা নাই। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’

ওডি/এআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড