• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পেঁয়াজ নিয়ে যা বললেন আসিফ নজরুল

  অধিকার ডেস্ক

১৬ নভেম্বর ২০১৯, ১৩:৫৪
আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। (ফাইল ছবি)

পেঁয়াজ ছাড়া রান্নার পক্ষের লোকেরা একটুও পেঁয়াজ খাওয়া কমাননি বলে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘বরং পেঁয়াজের কেজি এক হাজার টাকা হলেও তারা কেনার সামর্থ্য রাখেন।’

শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এসব কথা বলেন।

পেঁয়াজ ছাড়া রান্না করা যায় বলে যারা প্রোপাগান্ডা চালাচ্ছেন তাদের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, ‘যারা বলছেন পেঁয়াজ ছাড়া রান্না করা যায়, পেঁয়াজ না খেলে কি, তারা ১০০০ টাকা কেজিতেও পেঁয়াজ কেনার সামর্থ্য রাখেন। এবং আমি বিশ্বাস করি পেঁয়াজ খাওয়া একটুও কমাননি তারা।’

সাধারণ মানুষের জন্য কিছু করার মুরোদ নেই, ইচ্ছাও নাই এদের উল্লেখ করে ঢাবির এই অধ্যাপক বলেন, ‘কিন্তু মানুষের গায়ে ফোসকা পড়ার মতো কথা বলতে তাদের কোনো কার্পণ্য নেই।’

উল্লেখ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধি হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি বন্ধ ও দেশে ‘সংকটের’ অজুহাত দেখিয়ে গত দেড় মাস ধরে প্রায় প্রতিদিনই বাড়ানো হয়েছে এর দাম। বিশেষ করে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনে দাম বেড়েছে হুহু করে। অস্থির হয়ে উঠেছে ঢাকাসহ সারা দেশের পেঁয়াজের বাজার। রীতিমতো অধিকাংশ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় এ পণ্যটি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার খুচরা বাজারে যে দেশি পেঁয়াজ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা দামে বিক্রি হয়েছে, শুক্রবার সেটি ছিল ২৪০ থেকে ২৫০ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা।

আরও পড়ুন : কাদেরের বিরুদ্ধে বিদিশা-এরিককে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড