• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়ন্ত্রণে মাদক, নির্মূলে কাজ করছে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

  ময়মনসিংহ প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৯, ২১:৫১
কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি : দৈনিক অধিকার)

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কারণে এর ভয়াবহতা বাংলাদেশকে ছুঁতে পারেনি। মাদক নিয়ন্ত্রণ করা হয়েছে একই সঙ্গে তা নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক চিরতরে নির্মূলে কাজ করছে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ হলেও তা চিরতরে নির্মূলে কাজ করা হচ্ছে।’

পুলিশের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ এক সময় পুলিশকে ভিন্ন চোখে দেখলেও সেবা দিয়ে সাধারণ মানুষের ভ্রান্তি দূর করেছে পুলিশ। অনলাইনেই এখন সাধারণ মানুষ পুলিশি সেবা পাচ্ছে।’

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, ফাহমী গোলন্দাজ বাবেল, মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম খোকা প্রমুখ।

এর আগে জেলার কোতুয়ালি মডেল ও ভালুকা মডেল থানায় অনলাইনে জিডি (লস্ট এন্ড ফাউন্ড) পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড