• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চারদিনের সফরে দুবাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৪:৩৬
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

চলতি মাসের ১৬ তারিখে চারদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দুবাই এয়ার শোতে যোগদানের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। হবে তিনটি সমঝোতা স্মারক সইও।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিষয়টি জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর আরব আমিরাত সফর করবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দুবাই এয়ার শোতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এ সফরকালে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এগুলো হলো-

১. বাংলাদেশ-আমিরাত বিনিয়োগ কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা সই।

২. দুই দেশের ইকোনমিক জোনের মধ্যে সহযোগিতা সই এবং

৩. আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণে ল্যান্ড প্রটোকল সই।

এছাড়া সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল-মাকতুমের দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মাদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ তারিখ সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড