• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কোনো অর্থনৈতিক উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত : পররাষ্ট্রমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০১৯, ২০:৫১
ড. এ কে আব্দুল মোমেন
‘ঢাকা গ্লোবাল ডায়লগ-১৯’-এর শেষ দিনের সভায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি : পিআইডি)

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আঞ্চলিক বা বৈশ্বিক যে কোনো অর্থনৈতিক উদ্যোগের জন্য বাংলাদেশ উন্মুক্ত।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ঢাকা গ্লোবাল ডায়লগ-১৯’-এর শেষ দিনের সভায় এ কথা বলেন মন্ত্রী।

ড. মোমেন বলেন, বিশ্বের সবচেয়ে ভাইব্রান্ট অঞ্চল হলো ইন্দো প্যাসিফিক। এ অঞ্চলে বিশ্বের ৬৫ ভাগ মানুষের বাস। শিগগিরই এ অঞ্চলের বাণিজ্য ৫০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। এ অঞ্চলে পৃথিবীর অর্ধেক বাণিজ্য হয়। এখন আমাদের স্থায়ী অর্থনীতি দরকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের বিশ্বে কেউ একা একা চলতে পারে না। সবাইকে সাম্য ও সম্মানের ভিত্তিতে সহযোগিতার মনোভাব নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ভূ-রাজনৈতিক শত্রুতা কামনা করি না, আমরা চাই সুস্থ প্রতিযোগিতা।

তিনি বলেন, বিশ্বের কোনো একটি অঞ্চলে সংকট সৃষ্টি হলে সব দেশেই তার প্রভাব পড়ে। এ ধরনের ডায়লগ একে অন্যকে সম্মান করতে সহযোগিতা করে। রোহিঙ্গা সমস্যাও সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সভায় সঞ্চালন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক। সভায় আরও বক্তব্য দেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সঞ্জয় জোশি।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড